আমার গ্রামের মনোরম পরিবেশে কিছু সময়
শহরের চাইতে গ্রামের সৌন্দর্য্য অনেকটাই আলাদা বলা যায়। আমার কাছে গ্রামের যে সৌন্দর্য্য রয়েছে সেটিকে শহরের তুলনায় অনেক বেশি ভালো লাগে। আমার কাছে মনে হয় গ্রামের প্রকৃতি কথা বলে, তারা তাদের রূপের সৌন্দর্য্যের মাধ্যমে আমাদের সাথে কথা বলে।
আমি হয়তো শহরে থাকেন অথবা গ্রামে। কিন্তু যদি আপনি গ্রামে থাকেন তাহলে নিশ্চয় জানেন গ্রামের সৌন্দর্য্যের ব্যাপারে। আর যদি শহরে থাকেন তবে গ্রামে না আশা পর্যন্ত অবশ্য গ্রামের অনুভূতি বুঝতে পারবেন না। যাহোক অনেক কথাই তো হলো, চলুন এবার আমাদের গ্রাম নিয়ে একটি গল্প শুনে নেওয়া যাক।
আমাদের গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য । গ্রামের সৌন্দর্য্য নিয়ে কিছু লিখলাম ঃ
আমরা যে গ্রামে থাকি সেটি বাংলাদেশের আমের রাজা চাঁপাইনবাবগঞ্জ জেলার গমস্তাপুর থানার হোগলা গ্রামে। সুন্দর প্রকৃতিতে ঘেরা এই চাঁপাইনবাবগঞ্জের প্রকৃতির রূপে যেকেউ ক্ষণে ক্ষণে মুগ্ধ হবে। আমাদের গ্রামের সব গাছগুলো তাদের রঙিন ছায়া দিয়ে দাড়িয়ে আছে। গাছ গুলো দেখতে এক প্রকার অন্যরকম সৌন্দর্য্য উপভোগ হয়। আকাশের নীল মেঘ সাথে গাছের ছায়া সব মিলিয়ে এর অনুভূতিটা খুবই দারুন।
"এমন দেশটি কোথাও খুজে পাবে নাকো তুমি, সকল দেশের সেরা সেযে আমার জন্মভূমি....এই কথাটি যে বাস্তবেই সত্য তার প্রমান পাওয়া যাবে গ্রামে গিয়ে এমন দৃশ্যগুলো স্বচোক্ষে দেখলে।
সত্যিই এক চমৎকার দৃশ্য এটি। আমরা তাই আমাদের গ্রামকে নিয়ে গর্ববোধ করি। গ্রামের প্রতিটি দৃশ্যই যেনো হৃদয়ের মধ্যে গেঁথে থাকার মতো। আজকের এই দৃশ্যটিও তেমনই একটি দৃশ্য। পোয়াল পালা খেড়ের গাদা, গাছ ভর্তি কাঁঠাল, ফসলের মাঠ সব মিলিয়ে এক অসাধারন দৃশ্য।
.
0 Comments